যিশু নাকি কাশ্মীরে এসেছিলেন? কাশ্মীরের এক জনগোষ্ঠীর মানুষ দাবি করেন, তাঁরা যিশুর উত্তরপুরুষ।শ্রীনগরে আছে যিশুখ্রিস্টের সমাধি।কীভাবে যিশু এলেন কাশ্মীরে, কেনই বা এসেছিলেন? পুরাণ থেকে উত্তর খুঁজলেন শামিম আহমেদ।
by শামিম আহমেদ | 09 August, 2019 | 12146 | Tags : Kashmir Jishu Jesus in Kashmir